প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাকেরগঞ্জে এক রাতেই স্কুল শিক্ষক ও তিন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিবাকেরগঞ্জে এক রাতেই স্কুল শিক্ষক ও তিন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
প্রিয় বরিশাল :

খবর এখন স্মার্ট ফোনে...

বাকেরগঞ্জে এক রাতেই একাধিক বাড়িতে ডাকাতি, এলাকায় আতঙ্ক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বাকেরগঞ্জে এক রাতেই একাধিক বাড়িতে ডাকাতি, এলাকায় আতঙ্ক

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক রাতেই স্কুল শিক্ষকের বাড়িসহ তিন প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় এক স্কুল শিক্ষক গুরুতর আহত হন। ফলে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত ১৩ জানুয়ারি গভীর রাতে। উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়।

অস্ত্রের মুখে জিম্মি করে লুট

ভুক্তভোগী শিক্ষক মনিরুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল তার তিনতলা ভবনের নিচতলার কেচি গেটের তালা ভেঙে ঘরে ঢুকে পড়ে। পরবর্তীতে তারা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

এক পর্যায়ে ডাকাতরা মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাত-পা বেঁধে ফেলে। এরপর তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি নেয় এবং স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।

প্রবাসী পরিবারের ঘরেও ডাকাতি

একই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় বসবাস করেন তার তিন ভাই—সৌদি প্রবাসী জাহাঙ্গীর খান, শামিম খান ও জসিম খানের পরিবার। ডাকাত দল সেখানেও হানা দেয়।

সেসময় পরিবারের সদস্যদের বেঁধে রেখে ডাকাতরা নগদ অর্থ, প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়। ফলে পুরো ভবনের বাসিন্দারা চরম ভীতির মধ্যে পড়েন।

পুলিশের তদন্ত শুরু

ঘটনার খবর পেয়ে সকালে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা এবং বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম ঘটনাস্থলে যান।

এ বিষয়ে ওসি কেএম সোহেল রানা জানান, ঘটনার তদন্ত চলছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে মাঠে কাজ করছে। এছাড়া এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ

এই ঘটনার পর থেকে রঘুনাথপুর গ্রামসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে প্রবাসী পরিবারগুলো আরও বেশি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

 

এই ক্যাটাগরির আর নিউজ

© All rights reserved © priyobarishal.com-2018-2025

Design By MrHostBD
themesba-lates1749691102