প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বিমজার সদস্য পদ পেলেন ২০ সংবাদকর্মী | বরিশাল মিডিয়া নিউজবিমজার সদস্য পদ পেলেন ২০ সংবাদকর্মী | বরিশাল মিডিয়া নিউজ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :

খবর এখন স্মার্ট ফোনে...

বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিমজা)-এর সদস্য পদ পেয়েছেন ২০ জন সংবাদকর্মী

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বরিশাল: টেলিভিশন, রেডিও, মাল্টিমিডিয়া ও অনলাইন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিমজা)-এর সদস্য পদ পেয়েছেন ২০ জন সংবাদকর্মী।

বুধবার রাতে বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিমজার সভাপতি মুরাদ আহমেদ

নির্বাহী কমিটির সভায় গুরুত্বপূর্ণ আলোচনা

এ সময় সংগঠনের সামগ্রিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমসাময়িক বিভিন্ন পেশাগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাধারণ সম্পাদক কাওছার হোসেন। পাশাপাশি সাংবাদিকদের অধিকার, পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় হয়।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য ফিরদাউস সোহাগ, জসিম জিয়া, এম মোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ অমিত হাসান এবং প্রচার সম্পাদক আল আমিন জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বসম্মত সিদ্ধান্তে নতুন সদস্য অন্তর্ভুক্ত

আলোচনা শেষে যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা বিবেচনায় সর্বসম্মতিক্রমে ২০ জন সংবাদকর্মীকে বিমজার নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন নেতৃবৃন্দ।

বিমজার নতুন সদস্যদের নাম ও পরিচয়

নিকুঞ্জ বালা পলাশ (গাজী টিভি), সাঈদ মেমন (বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া), মর্তুজা জুয়েল (দীপ্ত টিভি), শাহিন হাসান (বাংলাভিশন), মিথুন সাহা (বৈশাখী টিভি), পারভেজ রাসেল (মাই টিভি), সাঈদ পান্থ (চ্যানেল আই), নজরুল বিশ্বাস (চ্যানেল এস), মুজিব ফয়সাল (এসএ টিভি), আরিফ উল ইসলাম (আরটিভি), নাহিদ (গ্লোবাল টিভি), কামাল পুলক (এনটিভি মাল্টিমিডিয়া), খান রুবেল (কালবেলা মাল্টিমিডিয়া), হৃদয় (যমুনা টিভি – ক্যামেরাম্যান), শফিক (দেশ টিভি – ক্যামেরাম্যান), জুয়েল (বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া – ক্যামেরাম্যান), জুয়েল রানা (সমকাল মাল্টিমিডিয়া), এইচ আর হিরা (খবর বরিশাল মাল্টিমিডিয়া), পাভেল ফেরদৌস (বরিশাল টিভি মাল্টিমিডিয়া) ও এইচ এম হেলাল (ভয়েস অব বরিশাল মাল্টিমিডিয়া)।

নেতৃবৃন্দের প্রত্যাশা

এ বিষয়ে বিমজার নেতৃবৃন্দ বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে বরিশালে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও দক্ষতা উন্নয়নে বিমজা আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বার্তা প্রেরক:
আল আমিন জুয়েল
প্রচার সম্পাদক
বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিমজা)

এই ক্যাটাগরির আর নিউজ

© All rights reserved © priyobarishal.com-2018-2025

Design By MrHostBD
themesba-lates1749691102