প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয় | প্রিয় বরিশাল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয় | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :

খবর এখন স্মার্ট ফোনে...

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়

আলম রায়হান
  • প্রকাশিতঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

শহীদের মৃত্যু নেই! জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখসমরে অকুতোভয় যোদ্ধা এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদির ইন্তেকালের খবর আসে বৃহস্পতিবার রাতে। এ খবর জানাতে রাত পৌনে ১০টায় ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ এই ধারণার সঙ্গে ঐকমত্য পোষণ করেও বলা চলে, হাদির মাথায় একটি মাত্র বুলেটের আঘাতে তাঁর মহান আল্লাহর দরবারে যাওয়ার ঘটনায় অসংখ্য প্রশ্ন ও প্রসঙ্গ রয়ে গেছে। যাঁকে পাখির ঝরাপালক বিবেচনা করলে মহা ভুল হবে। প্রসঙ্গত শরিফ ওসমান হাদির মাথায় সন্ত্রাসীর নিখুঁত নিশানায় বুলেট বিদ্ধ হয় ১২ ডিসেম্বর শুক্রবার। এই একটি মাত্র বুলেট দেশের সামগ্রিক নাজুক অবস্থাকে আরও অনেক নাজুক করে দিয়েছে। এলোমেলো হয়ে গেছে অনেক হিসাবনিকাশ। দেশবাসী আলোড়িত।

বলেছিলেন শেখ হাসিনার প্রথম সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিক প্রসঙ্গে। যাক সে অন্য প্রসঙ্গে। মূল কথা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়। এ ব্যাপারে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ১৫ আগস্ট যথার্থই বলেছেন, ‘আজকে অনেকের পদত্যাগের দাবি উঠেছে। আমরা তাদের অনুরোধ করব, আপনারা পদত্যাগ নয় বরং দায়িত্ব পালনের যোগ্য-এটা প্রমাণ করুন। যদি করতে ব্যর্থ হন, মনে রাখবেন, ৫ আগস্ট বারবার ফিরে আসবে। কিন্তু এটা আমাদের কামনা নয়।’ নিঃসন্দেহে এটি গভীরের কথা।
তবে অসীম গভীরের কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে ১৮ ডিসেম্বর রাতে জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেছেন, ‘এই শোকের মুহূর্তে আসুন, আমরা শহীদ শরিফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি। ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকি।
যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।’ বলাবাহুল্য, বিরাজমান বাস্তবতায় এর চেয়ে মৌলিক কথা আর হতে পারে না। আরও একটি মৌলিক বিষয় খুবই প্রাসঙ্গিক ছিল ২০২৪ সালে জন-আকাঙ্ক্ষা সফল হওয়ার পর। সেটি হচ্ছে বিজয়ীদের মধ্যে ঐক্য ধরে রাখা। যা হয়নি। বরং বিরোধ কখনো কখনো ন্যক্কারজনক পর্যায়ে পৌঁছেছে। কারও কারও মতে, এই বিরোধকে আরও কয়েক ধাপ উসকে দেওয়ার জন্য যেসব ব্লু প্রিন্ট বাস্তবায়নাধীন রয়েছে এরই একটি হচ্ছে বিশুদ্ধ বিপ্লবী হাদির মাথায় অব্যর্থ নিশানায় একটি বুলেট বিদ্ধ করা। হাজারো মানুষের রক্তের দাগ না শুকাতেই পরাজিত ষড়যন্ত্রকারী চক্র এত দ্রুত আঘাত হানার সাহস পেয়েছে-বিজয়ীদের মধ্যে অনৈক্যের ওপর দাঁড়িয়ে। সূত্র আছে, ষড়যন্ত্রকারীরা প্রতিপক্ষের অনৈক্যকে উদ্দেশ্য হাসিলের স্বর্ণদ্বার হিসেবে বিবেচনা করে।
এদিকে বিপ্লবী হাদির চির বিদায়ে শোকের মধ্যেও একটি বিষয় খুবই উদ্বেগের বলে ধরে নিতে হবে। তা হচ্ছে নিরাপত্তার অভাব বোধ করে নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামান মাসুদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। পরিস্থিতির উন্নতি না হলে মাসুদদের সংখ্যা বাড়তে পারে। অসংখ্যও হতে পারে। তখন আমাদের দেশে কোন মডেলের নির্বাচন হবে? সময়ই তা বলে দেবে। তবে এটুকু বলা চলে, গ্রহণযোগ্য নির্বাচন না হলে কেবল ’২৪-এর অর্জন নয়, ’৭১-এর অর্জনও ধূলিসাৎ হয়ে যেতে পরে।

এই ক্যাটাগরির আর নিউজ

© All rights reserved © priyobarishal.com-2018-2025

Design By MrHostBD
themesba-lates1749691102